- »
- সিলেট
তাহলে কি কামরান ২০২০ সালের ১৫ জুনের কথা জানতেন?
১৬ জুন ২০২০, ১০:০১ এএম | আপডেট: ২১ এপ্রিল ২০২১, ০২:২৯ পিএম

সালমান ফরিদঃ সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান আর বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী— দুজনই আমার ভীষণ প্রিয় মানুষ। গত সিটি নির্বাচনে যখন দুজনই মেয়র প্রার্থী ছিলেন, সিলেট মহানগরীর ভোটার হিসেবে তখন চরম বেকায়দায় পড়ে যাই, কাকে ভোট দেবো। আমি কখনই মার্কা বা দল দেখে ভোট দিই নি, দেইও না। কেননা কোনো রাজনৈতিক দলই আমার বিশেষ পছন্দের না।
তাই কামরান বা আরিফ ভাই— যে কোনো একজনকে সহজেই আমি ভোট দিতে পারি। কিন্তু প্রিয় দুই মানুষের কাকে দেব? গত নির্বাচনে একজনকে তো দিয়েছি! তবে সান্ত্বনা এটা যে, নানা কারণে মাত্র দুবারই ভোট দেবার সুযোগ পেয়েছি। আর দুইবার একজনকেই দেইনি। একেকবার একেকজনকে দিয়েছি। অবশ্য দেয়ার পর মনের ভেতরে আরেকজনের জন্য ভীষণ খারাপ লাগতো। অপরাধবোধ কাজ করতো! এর কোনো সান্ত্বনা ছিলনা আমার কাছে। যেমন আজকে নেই!
কামরান ভাই গত নির্বাচনে নিজের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চোখের জল ফেলে বলেছিলেন, এটাই আমার শেষ নির্বাচন। আর কোনোদিন আপনাদের সামনে ইশতেহার ঘোষণা করতে আসবো না! তার কথাটাই আজ সত্যি হয়ে গেলো! তিনি কি তাহলে ২০২০ সালের ১৫ জুনের কথা জানতেন?
গতকাল সকালে 'কামরান ভাই নেই' শোনার পর থেকে ভীষণ খারাপ লাগছে। তিনি নেই, একথা মনে হলেই বুকের ভেতর কেমন জানি খচখচ করে উঠে! ভীষণভাবে হুহু করে। মনে হয়, আমার বটবৃক্ষখানা মাথার উপর থেকে তার শীতল ছায়া সরিয়ে নিয়েছে! এবার রোদে পুড়তে হবে!
কামরান ভাই মারা যাবার পর বাসায় করোনায় আক্রান্ত স্ত্রী রেখে এবং নানান জটিল রোগে অসুস্থ থাকা মেয়র আরিফুর হক চৌধুরী নিজের জন্য করোনার মারাত্মক ঝুঁকি মাথায় নিয়ে যেভাবে কামরান ভাইয়ের লাশের পেছনে দৌঁড়েছেন, তাতে মনে হয়নি তারা চির প্রতিদ্বন্দ্বী! রাজনৈতিক ময়দানে ও সবসময় 'মেয়র'-এর চেয়ারের দাবিদার দুই মেরুর মানুষ। মনে হয়েছে তারা প্রতিদিন দুই বেলা এক টেবিলে বসে খাবার খাওয়া দুই প্রাণের স্বজন!
আসলে এমনই তো হওয়া উচিৎ। সিলেটে এমনটাই আছে। অতীত থেকে। এখনও। এবং ভবিষ্যতেও থাকবে। এই সৌহার্দ্য ব্যক্তিকে নয়, কখনও কখনও অঞ্চলের মাথাও উঁচু করে দেয়।
কামরান ভাই। আপনাকে আল্লাহ ভাল রাখবেন। মায়ায় রাখবেন এই বিশ্বাস আমার আছে। তবুও বলি, আপনি পরপারে ভাল থাকুন। সেখানে আমরাও আসবো। দেখা যেন হয়। আবার যেন জানতে চান, 'সালমান, ভালানিরে ভাই'!

ছাতকে তালুকদার ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট গঠিত

যুক্তরাষ্ট্রে মাদার বাজার আলীয়া মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদ'র কমিটি গঠন।

জালালাবাদ এসোসিয়েশন এর উদ্দোগে এন্টিবডি টেস্টিং এন্ড মাস্ক হ্যান্ড স্যানিটাইজার ডিস্ট্রিবিউশন অনুষ্টিত

ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা করোনা আক্রান্ত, ভ্যাকসিন তৈরিতে বিপুল অর্থ বিনিয়োগ যুক্তরাষ্ট্রের

মার্কিন দূতাবাস থেকে যুক্তরাষ্ট্রের পতাকা নামাল চীন

ফাহিম হত্যা : দাফন সম্পন্ন, হ্যাসপিলের নির্দোষ দাবি, কম্যুনিটিতে প্রতিক্রিয়া

৩১ জুলাই ঈদুল আজহা: কোরবানি জমজমাট , কাপড়ের ব্যবসা মন্দা

বাংলাদেশে সবার জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক

অক্সফোর্ডের করোনা টিকা: নিরাপদ ও প্রতিরোধ ক্ষমতা গড়তে সক্ষম

নিউ জার্সিতে বিচারকের বাড়িতে ঢুকে গুলি, ছেলে নিহত স্বামী আহত

সনদের গুরুত্ব ও আমাদের সনদ পরম্পরা --- মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান

নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে নতুন ট্যাক্স সার্ভিসেস অফিস উদ্বোধন

যুক্তরাষ্ট্রে আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি (রঃ)''র ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

এইসব মা’মলায় আমি ভয় পাই না :ব্যারিস্টার সুমন

নিউইয়র্কে সৈয়দ জামিন আলীর মাতার ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে ওসমানীনগর এসোসিয়েশন’র উৎসবমুখর বনভোজন

রিক্সা চালক সেজে খুনের আসামি ধরলেন এসআই ফয়সাল!

নকশী কাঁথা: বাংলার লোকসংস্কৃতির এক বৈচিত্র্যময় উপাদান

নিউইয়র্কের প্রাণকেন্দ্র ম্যানহাটনে শুভ উদ্বোধন ম্যানহাটন হালাল রেস্টুরেন্টের
