নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ঢাকা গার্ডেন রেষ্টুরেন্টে প্রবাসী দেশ প্রেমিক সাকিব আল হাসানকে নিষিদ্ধ করায় ক্রিকেট প্রেমিদের হতবাক করেছে। তাই এই সিদ্ধান্তের প্রতিবাদে নিউইয়র্ক শহরে গত ২৯ শে অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা প্রবাসের রাজনৈতিক ব্যক্তিত্ব আবু তালেব চৌধুরী চান্দুর সভাপতিত্বে, মোহাম্মদ আলী সবুজের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জয়নাল আবেদীন, মিলন খান, মোঃ মুসলিম, আব্দুল মোতালেব, নাজিম উদ্দিন, আহমেদ নবী চৌধুরী।
নন্দিত অলরাউন্ডার সাবিক আল হাসান নিষিদ্ধ হতে পারে এমন গুজবে টাল মাটাল গোটা দেশ, পক্ষে বিপক্ষে নানা মত নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন ক্রিকেট প্রেমীরা, বিক্ষুদ্ধ সমর্থকদের অনেকেই দুষছেন বিসিবি প্রধানকে, অনেকে ডাক দিচ্ছেন আন্দোলনের, ক্রিকেট সমর্থকের মধ্যে নানা মত পক্ষ বিপক্ষ থাকবেই, তবে যে ঝড় বইছে, শক্ত হাতে সেটা সামলাতে না পারলে বড় ঝুকিতে পড়তে যাচ্ছে দেশের ক্রিকেটকে। কদিন ধরে দেশের ক্রিকেটে কাল বৈশাখীর থাবা ঝড় তুলেছিলেন সাকিব। সেট ঝড়ের সর্বশেষ নামটাও হতে যাচ্ছে সাকিব আল হাসান। সেই আন্দোলনের ভয়ে এখানে তার উপর কাল হয়ে দাড়ায়, নিজের ঘরের ফোন রেকর্ড কিভাবে আইসিসির হাতে যায়, পাপনের মত আর্বজনা দরকার নাই।
বিসিবির সভাপতি বলেছেন, সাকিবকে এইবার ছাড় দেওয়া হবে। বাংলাদেশে ক্রিকেট বাংলাদেশের সুনাম এনেছে, সাবিক একজন উন্নতমানের ক্রিকেট প্লেয়ার, তার নিষিদ্ধের সর্ব ক্রিকেট প্লেয়ারের মনের শক্তি কমে যাবে। আগামী ভারত সফর এবং খেলা জয়ের নিয়ে আসুক তাই আমরা চাই। বোর্ডকে আগামী দিনে কোন প্লেয়ারকে এই বাবে মন খারাপ না করে সেই দিকে নজর দিতে হবে। সার্বিক সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রীকে বিশেষভাবে আমরা প্রবাসীরা অনুরোধ জানাই।