
এবারে বিপিএল -এ অংশ নেওয়া ১২টি দল ৪টি গ্রুপে ডাবল রবীন লীগ পদ্ধতিতে খেলে এবং প্রতিটি গ্রুপ থেকে থেকে ২টি টিম নক আউট পর্বে উন্নীত হয়। নক আউট পর্বে উন্নীত দলগুলোর মধ্যে পয়েন্ট তালিকায় ‘এ’ গ্রুপে শীর্ষে অবস্থান করছে খুলনা এ্যাভেন্জার্স এবং দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ‘বি’ গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা গ্লাডিয়েটরস এবং দ্বিতীয় স্থানে আছে ঢাকা ভাইপারস। ‘সি’ গ্রুপে পয়েন্ট তালিকায় প্রথম স্থানে অবস্থান করছে বিক্রমপুর কিংস এলেভেন এবং দ্বিতীয় স্থানে আছে বরিশাল রয়েলস। ‘ডি’ গ্রুপে পয়েন্ট তালিকায় প্রথম স্থানে অবস্থান করছে মুন্সিগঞ্জ উইজার্ড এবং দ্বিতীয় স্থানে আছে দিনাজপুর ডায়নামাইটস।

আগামী ১২ অক্টোবর কোয়াটার ফাইনালের খেলাগুলি অনুষ্ঠিত হবে। প্রথম কোয়াটার ফাইনাল ম্যাচটি হবে ঢাকা গ্লাডিয়েটরস এবং বরিশাল রয়েলর্সের সাথে আইডেল ওয়াইল্ড ক্রিকেট ফিল্ডে। দ্বিতীয়টি বিক্রমপুর কিংস এলেভেন এবং ঢাকা ভাইপারর্সের সাথে বেইজলি ১ ফিল্ডে, তৃতীয়টি খুলনা এ্যাভেন্জার্স এবং দিনাজপুর ডায়নামাইটর্সের সাথে বেইজলি ৩ ফিল্ডে, সর্বশেষটি কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং মুন্সিগঞ্জ উইজার্ডের সাথে বেইজলি ৪ ফিল্ডে। উল্লেখ্য দ্বিতীয় এবং তৃতীয় কোয়াটার ফাইনালের বিজয়ীদের সাথে অনুষ্ঠিত সেমি ফাইনাল খেলাটি ১২ অক্টোবর বেলা ২টায় আইডেল ওয়াইল্ড ক্রিকেট ফিল্ডে থেকে টাইম টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
উল্লেখ্য এবারের বিপিএল ২০১৯ এর টাইটেল স্পন্সর উৎসব গ্রুপ, পাওয়ার্ড স্পন্সর এটর্নি র্যান্ডি বি. সিগেল এবং মিডিয়া পার্টনার টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা।
বিপিএল ২০১৯ এ এখনো পর্যন্ত একমাত্র সেঞ্চুটি করেন ঢাকা গ্লাডিয়েটরর্সের রাভিন্দের সিং মেহরা। ব্যাটিং -এ কুমিল্লা ভিক্টোরিয়ানর্সের মো: বাবু ১৬৭ রান করে সর্বোচ্চ রানের তালিকায় আসনটি নেন। বোলিং -এ নোয়াখালী নেমেসিসের রাজীব চৌধুরী ৪ খেলায় ১৫ ওভার বল করে ৭০ রানের বিনিময়ে তুলে নেন ১০টি উইকেট। প্লেয়ার রেটিং এ শীর্ষে আছেন ঢাকা গ্লাডিয়েটরর্সের নাভীন ষ্টুয়ার্ড।
খেলায় আম্প্যায়ারের দয়িত্ব পালন করেন মোজাম্মেল হক, পলাশ, পলাশ (বিসিবি), সাজিদ হাসান, ইরফান, সঞ্জীব চাহাল, কৃষ্না, নাইম, চান, র্খুরাম। স্কোরিং এ ছিলেন জুবায়ের, মো: উল্লাহ, হাসনাত, সুফিয়ান। ধারাভাষ্যে লেনি ও সাজিদ হাসান। সার্বিক সহযোগিতায় তানভীর, জসিম, সোহাগ, সুমন, রকি, তৌহিদ, রনি, সোহাগ সহ আরো অনেকে।
আগামী ১৩ অক্টোবর সকাল ১১:৩০টায় উৎসব গ্রুপ প্রেজেন্ট বিপিএল ২০১৯ -এর ওয়াইল্ড ক্রিকেট ফিল্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি টাইম টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।