- »
- নিউইয়র্ক
নিউইয়র্কে ওসমানীনগর এসোসিয়েশন’র উৎসবমুখর বনভোজন
২৩ জুলাই ২০১৯, ০৭:৩৩ এএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১, ০৮:১০ এএম

নিউইয়র্কে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা ইনক্’র বনভোজন। প্রাকৃতিক সোৗন্দর্যেঘেরা এস্টেরিয়া পার্কে গত ২১ জুলাই রোববার বৈরী আবহাওয়া উপেক্ষা করেই বর্ণাঢ্য এ আয়োজনে যোগ দেন ওসমানীনগর ছাড়াও বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী।
এদিন দাবদাহের কারণে সিটি ও স্টেট প্রশাসন থেকে সকলকে ঘরে থাকার অনুরোধ জানানো হলেও সংগঠনের সদস্য-কর্মকর্তারা পূর্ব নিধারিত অনুষ্ঠান উদযাপনে সংকল্পবদ্ধ থাকায় কেউই ঘরে থাকেন নি। সপরিবারে অংশ নেন ওসমানীনগর প্রবাসীদের এ মিলন মেলায়।
ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বশির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় বনভোজনে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা এমএ সালাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের সভাপতি আবদুল মুকিত চৌধুরী, সিলেট সরকারী এমসি কলেজ ও বিশ্ববিদ্যালয় এলামনাই’র সভাপতি বেলাল উদ্দিন, সহ সভাপতি সফিক উদ্দিন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, এপোলো ব্রোকারেজের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও শমসের আলী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, উপদেষ্টা এডভোকেট নাসির উদ্দিন, সহ সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, কোষাধক্ষ আতাউল গণি আসাদ, সাবেক উপদেষ্টা একলিমুজ্জামান নুনু, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাষ্টি আজিমুর রহমান বুরহান, জাতীয় পার্টী নেতা আবদুন নূর বড় ভূইয়া ও আবদুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি হাজি মনির আহমেদ, ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকার উপদেষ্টা আবদুল কাদির, আবদুল মান্নান, অধ্যক্ষ লুৎফুর রহমান আক্তার, কাজী অদুদ আহমদ, আবদুছ ছালিক ও সাইফুল চৌধুরী জামিল, কমিউনিটি এক্টিভিস্ট ডা. জুন্নুন চৌধুরী, এডভোকেট শেখ আখতারুল ইসলাম, তোফায়েল আহমেদ চৌধুরী, মাসুদুল হক ছানু, আবদুল্লাহ মাহমুদ, এডভোকেট মোহন ইকবালুর রহমান, ফয়সল আহমেদ, সরোয়ার চৌধুরী, আলী হোসেন গজনবী প্রমুখ।
সংগঠনের কর্মকর্তা ও অতিথিদের সঙ্গে নিয়ে বনভোজন আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারিস্টার জিনাত জাহান চৌধুরী।
বনভোজন উদ্বোধনের আগে অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়। দিনব্যাপি বনভোজনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত ওসমানীনগরের নারী-পুরুষ-শিশু-কিশোররা দিনভর এস্টেরিয়া পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দে মেতে ওঠেন। পার্কের পাশের প্রবাহমান নদী থেকে বাতাস আসতে থাকায় অসহনীয় গরমে কিছুটা স্বস্তি পান সকলে। আনন্দ-উল্লাসে তেমন অস্বস্তিকর ছিল না পুরো পরিবেশ।
ভর দুপুরে পরিবেশন করা হয় রুচিদায়ক সব খাবার। বিকেলে সেমাই এবং সবশেষে পান-সুপাড়ি পরিবেশনা ছিল ভিন্ন এক আনন্দের। এ আনন্দকে আরো আকর্ষণীয় করে তোলে র্যাফেল ড্র। কারণ, এতে ছিল স্বর্ণের চেইন, ল্যাপটেপ সহ মূল্যবান ৯টি পুরস্কার। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজন ককর্মসূচি শেষ হয়।
আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
অনুষ্ঠানে অতিথিরা সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশের এ আয়োজনের জন্য আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বনভোজন কমিটির আহ্বায়ক আজিজ আহমদ ছালিক, প্রধান সমন্বয়কারী কাজী অদুদ আহমদ, সদস্য সচিব আতাউর রহমান আতা, যুগ্ম আহ্বায়ক আনসার তফাদার, কাজী আকতার আহমদ ও মালিক শেখ, যুগ্ম সদস্য সচিব দিপংকর দেব সুমন ও জুমান তফাদার, সমন্বয়কারী আবদুল মজিদ সহ কমিটির সদস্যরা।

ছাতকে তালুকদার ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট গঠিত

যুক্তরাষ্ট্রে মাদার বাজার আলীয়া মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদ'র কমিটি গঠন।

জালালাবাদ এসোসিয়েশন এর উদ্দোগে এন্টিবডি টেস্টিং এন্ড মাস্ক হ্যান্ড স্যানিটাইজার ডিস্ট্রিবিউশন অনুষ্টিত

ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা করোনা আক্রান্ত, ভ্যাকসিন তৈরিতে বিপুল অর্থ বিনিয়োগ যুক্তরাষ্ট্রের

মার্কিন দূতাবাস থেকে যুক্তরাষ্ট্রের পতাকা নামাল চীন

ফাহিম হত্যা : দাফন সম্পন্ন, হ্যাসপিলের নির্দোষ দাবি, কম্যুনিটিতে প্রতিক্রিয়া

৩১ জুলাই ঈদুল আজহা: কোরবানি জমজমাট , কাপড়ের ব্যবসা মন্দা

বাংলাদেশে সবার জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক

অক্সফোর্ডের করোনা টিকা: নিরাপদ ও প্রতিরোধ ক্ষমতা গড়তে সক্ষম

নিউ জার্সিতে বিচারকের বাড়িতে ঢুকে গুলি, ছেলে নিহত স্বামী আহত

সনদের গুরুত্ব ও আমাদের সনদ পরম্পরা --- মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান

নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে নতুন ট্যাক্স সার্ভিসেস অফিস উদ্বোধন

যুক্তরাষ্ট্রে আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি (রঃ)''র ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

এইসব মা’মলায় আমি ভয় পাই না :ব্যারিস্টার সুমন

নিউইয়র্কে সৈয়দ জামিন আলীর মাতার ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে ওসমানীনগর এসোসিয়েশন’র উৎসবমুখর বনভোজন

রিক্সা চালক সেজে খুনের আসামি ধরলেন এসআই ফয়সাল!

নকশী কাঁথা: বাংলার লোকসংস্কৃতির এক বৈচিত্র্যময় উপাদান

নিউইয়র্কের প্রাণকেন্দ্র ম্যানহাটনে শুভ উদ্বোধন ম্যানহাটন হালাল রেস্টুরেন্টের
