সম্প্রতি তীব্র গরমে যুক্তরাষ্ট্রে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। গত শনিবার দেশটির উত্তর–পশ্চিম ওয়াশিংটনের তাপমাত্রা৩৭.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। খবর বিবিসির।
আর এক্ষেত্রে ঘটে যায় এক বিব্রতকর ঘটনা। সূর্যের প্রখর তাপে গলে গেছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিনরাজনীতিবিদ আব্রাহাম লিঙ্কনের মোমের মূর্তি।
মূলত ছয় ফুট লম্বা মূর্তিটি গ্যারিসন প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থাপন করা হয়েছিল। এটি দ্বারা গৃহযুদ্ধ ও পরবর্তী সময়েআব্রাহাম লিংকনের অবদানকে তুলে ধরা হয়েছে। মূর্তিটি গাছের ছায়ায় স্থাপন করা হয়েছিল যাতে গ্রীষ্মের সময় এরক্ষয়ক্ষতি না হয়।
মূর্তিটি শিল্পী স্যান্ডি উইলিয়ামসের ‘দ্য ওয়াক্স মনুমেন্ট সিরিজ‘-এর অংশ ছিল। অন্যদিকে মূর্তিটি স্থাপনকৃত স্থানটিগৃহযুদ্ধের সময়কার শরণার্থী শিবির ছিল। যেখানে ক্রীতদাস ও আফ্রিকান–আমেরিকানদের আশ্রয় দেওয়া হত।
ইতোমধ্যেই গলে যাওয়া মূর্তিটির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, তাপে মূর্তিটির মাথা, পাবিকৃত হয়ে গিয়েছে। এমনকি যে মোমের চেয়ারটিতে সেটিকে বসানো হয়েছিল, সেটি সূর্যের তাপে গলে মাটির সঙ্গে মিশেগিয়েছে। শুধু ধড়টি অক্ষত রয়েছে।
লিংকন মেমোরিয়ালের পক্ষ থেকে ইতোমধ্যেই মূর্তিটিকে মেরামতের কাজ শুরু হয়েছে। তবে মূর্তি গলে যাওয়ার সমস্যা এইপ্রথম নয়। এর আগের সংস্করণেও মোমের বেশ কয়েকটি মূর্তির একই অবস্থা হয়েছিল।