এবছর পবিত্র রমজান মাস ৩০ দিনের হতে পারে। সেই হিসাবে সৌদি আরব ও প্রতিবেশী দেশগুলোয় ঈদুল ফিতর হতে পারে ১০ এপ্রিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা বিভিন্ন দেশের জ্যোতির্বিদদের বরাতে এ খবর প্রকাশ করে।
সৌদি আরব ও আশপাশের দেশগুলোয় আজ সোমবার (৮ এপ্রিল) ২৯ রমজান। ইফতারের পর এসব দেশের মানুষ চাঁদ দেখার জন্য পশ্চিম আকাশে চোখ রাখবেন।
চাঁদ দেখা গেলে মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর হবে। আর চাঁদ দেখা না গেলে জ্যোতির্বিদদের হিসাব সত্যি করে ঈদ হবে বুধবার। সে ক্ষেত্রে আগামীকাল এসব দেশের মানুষ আরও একদিন রোজা রাখবেন।
অপরদিকে বাংলাদেশসহ অন্য দেশগুলো নিজস্ব পন্থায় চাঁদ দেখে ঈদের তারিখ ঘোষণা করে থাকে। এবার ৯ এপ্রিল ছুটির কথা থাকলেও তা হচ্ছে না। ৯ এপ্রিল বিশেষ আদেশে সরকারি ছুটির যে প্রস্তাব দিয়েছিল তাতে সায় দেয়নি মন্ত্রিসভা। ফলে বাংলাদেশেও ধারণা করা হচ্ছে পবিত্র রমজান মাস ৩০ দিনের হতে পারে। তবে সব কিছু নিভর করছে চাঁদ দেখার ওপরে।