কিছুদিন আগেই অনুষ্ঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনে
জয়ী হয় মিশা-ডিপজল প্যানেল। এরপর তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। কিন্তু এই নির্বাচন ঘিরে যেন আলোচনা থামছেই না।
দুদিন আগে হঠাৎ শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন নিপুণ। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞাও চাওয়া হয়।
এখানেই শেষ নয়, লন্ডন থেকে এক সাক্ষাৎকারে ডিপজলকে ‘অশিক্ষিত’ বলেও মন্তব্য করেছেন নিপুণ আক্তার। তিনি বলেন, শুধু কাজ করলেই হবে না। জ্ঞান থাকতে হবে, শিক্ষিত হতে হবে। আমি একজন গ্রাজুয়েট। আমার তিন প্রজন্ম গ্রাজুয়েট।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ডিপজল। বলেন, ‘কেস খেলবা আসো। যেটা খেলার মন চায় সেটাই খেলো। আমরা চাই ভদ্রতা ও নম্রতা। আমরা চাই চলচ্চিত্রকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেদিকে কাজ করা। আমরা ঝামেলা চাই না। তিনি বলেন, সে তো বাবাকেই অস্বীকার করে।’
‘রক্তের সমস্যা না হলে এমন বলতে পারে না। কারণ, সে যাকে দিয়ে চলচ্চিত্র চিনেছে তাকেই ভুলে গেছে, অস্বীকার করছে।’