যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্ব ছেড়েছেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। পেশাদার এই কূটনীতিকের চাকরির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হবে।
দায়িত্বভার ছেড়ে দেওয়ার বিষয়টি সদর দপ্তর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৬ নভেম্বর) কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
কূটনৈতিক সূত্রে জানা যায়, লন্ডন হাইকমিশনের অর্পিত দায়িত্ব ছেড়ে দিয়েছেন হাইকমিশনার সাইদা মুনা। দায়িত্বভার ছেড়ে দেওয়ার বিষয়টি সদর দপ্তর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছেন তিনি। সাইদা মুনা অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়ার আগের সময় লন্ডনে কাটাবেন, এজন্য তিনি ছুটিও নিয়েছেন।
আশা করা হচ্ছে, হাইকমিশনার সাইদা মুনা অবসরোত্তর ছুটিতে যাওয়ার আগে ডিসেম্বরে ঢাকায় এসে রিপোর্ট করবেন।
২০১৮ সালের ৩০ নভেম্বর থেকে লন্ডনে হাইকমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন পেশাদার কূটনীতিক সাইদা মুনা। এই কূটনীতিকের চাকরির মেয়াদ চলতি বছরের ২৬ ডিসেম্বর শেষ হবে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের বিদায়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর প্রশাসনে রদবদলের অংশ হিসেবে গত ২৯ সেপ্টেম্বর এক দাপ্তরিক আদেশে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে অবিলম্বে ঢাকায় ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়।
পেশাদার কূটনীতিক সাইদা মুনা বাংলাদেশ পররাষ্ট্র সার্ভিসের ১১তম ব্যাচের কর্মকর্তা। তিনি থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে তিনি নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ে তিনি একাধিক বিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
জলবায়ু কূটনীতিতে অবদানের জন্য ২০২২ সালে ‘ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছিলেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।
এদিকে, লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের পরবর্তী হাইকমিশনার হিসেবে বর্তমানে মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের জন্য এগ্রিমো চাওয়া হয়েছে।