যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্কে কনসাল জেনারেলের অফিস থেকে শেখ মুজিবুর রহমান ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলা হয়েছে।
৫ আগস্ট দুপুরে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়ার পর আন্দোলনরত প্রবাসী ও বিএনপি নেতাকর্মীদের চাপে ছবি নামিয়ে ফেলা হয়।
জানা যায়, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে গিয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেন আন্দোলনরত প্রবাসীরা। তারা কনসাল জেনারেলের কক্ষে ঢুকে প্রথমে শেখ হাসিনার ছবি নামানোর জন্য বলেন। এসময় কনসাল জেনারেল মো. নাজমুল হুদার সামনেই ছবি নামিয়ে ফেলেন।
এরপর তারা বঙ্গবন্ধুর ছবি নামাতে গেলে কনসাল জেনারেল তাদের সরকারি আদেশের কথা উল্লেখ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রীর ছবি নামানোর সরকারি আদেশ এসেছে। এখনো বঙ্গবন্ধুর ছবি নামানোর কোনো আদেশ তারা পাননি। কিন্তু কনসাল জেনারেলের অনুরোধ উপেক্ষা করে প্রবাসীরা নিজ হাতে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলেন।
কনস্যাল জেনারেল নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।