লিটন দাসকে ফর্মে ফেরানোর চেষ্টা চলছে। ইনফর্ম তানজিদ হাসান তামিমকে বসিয়ে ওপেনিংয়ে সুযোগ দেওয়া হয় ডানহাতি এই ব্যাটারকে।
কিন্তু যুক্তরাষ্ট্রের মতো প্রতিপক্ষ পেয়েও ফর্মে ফিরতে পারলেন না লিটন। ১৫ বলে ১৪ রানের ধীরগতির এক ইনিংস খেলে ফিরলেন এলবিডব্লিউ হয়ে।
লিটন ফেরার পর সৌম্য সরকারও বেশি দেরি করেননি। ১৩ বলে ৩ চারের সাহায্যে ২০ রান করে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হয়েছেন বাঁহাতি এই ওপেনার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার প্লের ৬ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৩৭। তাওহিদ হৃদয় ২ আর নাজমুল হোসেন শান্ত ১ রানে অপরাজিত আছেন।
হিউস্টনের ম্যাচটি হতে যাচ্ছে দুই দলের মধ্যে প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।
যুক্তরাষ্ট্র একাদশ
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, আন্দ্রিস গুস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমিত সিং, জেসি সিং, নিতিশ কুমার, নোশতুশ কেনিজিগে, সৌরভ নেত্রবালকার, স্টিভেন টেলর।