বুথফেরত জরিপের তথ্য অনুযায়ী যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। বলা হচ্ছে, ৬৫০টি আসনের মধ্যে লেবার পার্টি ৪১০ আসনে জয় পাবে।
জরিপে আরও বলা হয়েছে, ক্ষমতাসীন দল পেতে পারে ১৩১ আসন। ৬১টি আসনে জয়ী হয়ে তৃতীয় অবস্থানে থাকতে পারে লিবারেল ডেমোক্রেটিক পার্টি।
তাছাড়া এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, ২০০ আসনের মধ্যে ১৫০টিতে জয় পেয়েছে লেবার পার্টি। অন্যদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ দলটি ২৩ আসনে জয় পেয়েছে। বাকি আসনে জয় পেয়েছে অন্যান্য দল।
হলবর্ন ও সেন্ট প্যানক্রাসে জয়ের পর লেবার পার্টির নেতা স্টারমার বলেন, পরিবর্তন শুরু হয়েছে। এখন আমাদের সময় কিছু দেওয়ার জন্য।
যুক্তরাজ্যের পার্লামেন্টের মোট ৬৫০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য কোনো দলকে এককভাবে পেতে হবে ৩২৬টি আসনে জয়।