বলা হচ্ছিল– শচীন টেন্ডুলকারের যোগ্য উত্তরসূরি হতে যাচ্ছেন পৃথ্বী শ। দারুণ প্রতিভা নিয়ে মাত্র ১৮ বছর বয়সে জাতীয় দলে অভিষেকও হয় তার। ওই ম্যাচেই ডানহাতি এই ব্যাটার সেঞ্চুরি করেছিলেন। অথচ ২০২১ সালের পর থেকে জাতীয় দল থেকে অনেক দূরে চলে গেছেন পৃথ্বী। এরপর থেকে তার ফিটনেসে ঘাটতি ও উশৃঙ্খল আচরণের কথা শোনা গিয়েছিল নানামুখে। এবার স্বয়ং তার রাজ্য মুম্বাই ক্রিকেট এসোসিয়েশন (এমসিএ) থেকেই এলো সেই অভিযোগ।
নাম প্রকাশ না করে এমসিএ’র এক কর্মকর্তা পৃথ্বীকে নিয়ে কথা বলেছেন ভারতীয় সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) সঙ্গে। যেখানে তিনি ভারতীয় এই ব্যাটারকে ‘নিজেই নিজের শত্রু’ বলে মন্তব্য করেন। সম্প্রতি পৃথ্বী আলোচনায় আসেন মুম্বাইয়ের বিজয় হাজারে (ওয়ানডে টুর্নামেন্ট) ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। তার পরই এলো এমসিএ কর্তার বক্তব্য।
পৃথ্বীর ফিটনেস নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি পিটিআইকে বলেন, ‘সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা) আমরা ১০ জন ফিল্ডার নিয়ে খেলেছি। কারণ পৃথ্বী শ–এর আশপাশ দিয়ে বল গেলেও সে আটকাতে পারত না, ততটুকু পর্যন্ত পৌঁছাতেও তার কষ্ট হয়ে যেত।’ একইভাবে ব্যাটিংয়ের সময়ও তাকে সংগ্রাম করতে হতো বলে ভাষ্য এমসিএ কর্মকর্তার, ‘সে যখন ব্যাটিং করে, তখনও বল পর্যন্ত যেতে তার কষ্ট হয়। তার ফিটনেস, শৃঙ্খলা ও আচরণে অনেক ঘাটতি আছে। তার জন্য তো ভিন্ন নিয়ম থাকবে না, সব ক্রিকেটারই একই নীতি মেনে চলতে হবে।’
মুস্তাক আলি ট্রফিতে চ্যাম্পিয়ন মুম্বাই দলে খেলেছেন পৃথ্বী শ
পৃথ্বীর আচরণ নিয়ে নাকি দলের সিনিয়র ক্রিকেটাররাও অভিযোগ করছে ক্রিকেট এসোসিয়েশনের কাছে, ‘এমনকি দলের সিনিয়ররাও তার আচরণ নিয়ে অভিযোগ দিতে শুরু করেছে।’ ওই কর্মকর্তার দাবি– ‘মুস্তাক আলি ট্রফি চলাকালে পৃথ্বী অনুশীলনে ঠিক সময়ে আসত পারত না। কারণ রাতভর বাইরে থেকে সে টিম হোটেলেই আসত ভোর ৬টায়।’
এ ছাড়া পৃথ্বীর সামাজিক মাধ্যমের ইঙ্গিতপূর্ণ পোস্টেও কোনো চাপ আসবে না বলে জানান এই কর্মকর্তা। পৃথ্বী তার স্বেচ্ছাচারি ও অসংযত আচরণের জন্য নিজেই নিজের শত্রুতে পরিণত হয়েছেন বলেও ভাষ্য এমসিএ কর্মকর্তার, ‘তুমি যদি মনে করো মুম্বাইয়ের নির্বাচক এবং এমসিএ’র ওপর তোমার সোশাল মিডিয়ার পোস্টের জন্য কোনো চাপ তৈরি হবে, তাহলে সেটা একদমই ভুল। আমি একটা কথা বলতে পারি, পৃথ্বীর কোনো শত্রু নেই, কিন্তু সে নিজের শত্রু নিজেই।’
মুস্তাক আলি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই। দলটির অধিনায়ক শ্রেয়াস আইয়ারও পৃথ্বীকে নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন টুর্নামেন্ট শেষে। তিনি বলেন, ‘পৃথ্বী শ বাচ্চা নয় যে তাকে কোলে করে শিখিয়ে দিতে হবে সবকিছু। ওর ওয়ার্ক এথিক্স ঠিক করা উচিৎ। পৃথ্বীর যে প্রতিভা রয়েছে সেটা ব্যবহার করতে পারলে সে আকাশচুম্বি সাফল্য পাবে, কিন্তু যা করার পৃথ্বীকেই করতে হবে নিজের জন্য।’
প্রসঙ্গত, ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর পৃথ্বী ভারতের হয়ে ৫ টেস্ট, ৬ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ৪২ এবং ওয়ানডেতে ৩১ এর বেশি গড় নিয়ে রান করলেও, ঘরোয়ায় উশৃঙ্খল আচরণ করে তিনি বাদ পড়েন জাতীয় দল থেকেও। ২০২১ সালের পর আজ তিনি জাতীয় দলে ডাক পাননি। এ ছাড়া আসন্ন ২০২৫ আইপিএলেও কোনো দল আগ্রহ দেখায়নি পৃথ্বীকে নিয়ে।