দুদিনে বাংলাদেশে ভয়াবহ দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ২৯ জন। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের ৬ জন রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ফরিদপুর এবং ঝালকাঠিতে ঘটে এই সড়ক দুর্ঘটনা।
এরমধ্যে মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে কানাইপুর ইউনিয়নের দিগনগর তেঁতুলতলা এলাকায় একটি বাসের সঙ্গে পিকআপের মুখামুখি সংঘর্ষ হয়। এতে ১৫ জন নিহত হন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে চুয়াডাঙ্গাগামী ইউনিক পরিবহনের সঙ্গে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ১১ জন। বাকিরা হাসপাতালে মারা যান।
অপরদিকে ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় একটি ট্রাক প্রচণ্ড গতিতে এসে প্রাইভেটকার ও অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে নারী, শিশুসহ ১৪ জন নিহত হন। এদের মধ্যে একই পরিবারে ৬ জন রয়েছেন।
স্থানীয়রা জানান, বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে টোল প্লাজায় টাকা দেওয়ার অপেক্ষায় ছিল তিনটি ইজিবাইক, একটি পণ্যবাহী ছোট ট্রাক, একটি প্রাইভেট কার। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা সিমেন্টবাহী ট্রাকটি সেতুর দক্ষিণ দিক থেকে প্রচণ্ড গতিতে টোল প্লাজার সামনে থাকা সব গাড়িকে ধাক্কা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় প্রাইভেট কারটি দুমড়েমুচরে ট্রাকের নিচে চাপা পড়ে। ট্রাকের ধাক্কা খাওয়া তিনটি ইজিবাইকে করে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন যাত্রীরা।
ঝালকাঠির এসপি মোহাম্মদ আফরুজুল হক বলেন, ট্রাকচালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।