যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) ব্যবহার নিষিদ্ধ হচ্ছে। সোমবার (২৫ মার্চ) এ সম্পর্কিত একটি বিলে সই করেছেন রাজ্যটির গভর্নর রন ডিস্যান্টিস।
১ জুলাই থেকে আইনে পরিণত হবে বিলটি। তবে আইনে নির্দিষ্ট করে কোনো সোশ্যাল মিডিয়া সংস্থার নাম উল্লেখ করা হয়নি।
ফ্লোরিডার নতুন আইন অনুসারে, ১৪ বছরের কম বয়সী কোনো শিশু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না। এর পাশাপাশি ১৪-১৫ বছর বয়সীদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহারের জন্য বাবা-মায়ের অনুমতি (প্যারেন্টাল কনসেন্ট) লাগবে। মূলত অনলাইন ঝুঁকি ও মানসিক স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিতের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিল অনুমোদনের পর এক বিবৃতিতে ডিস্যান্টিস বলেছেন, সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে শিশুদের ক্ষতি করে। নতুন আইন অভিভাবকদের জন্য সন্তানদের সুরক্ষায় বাড়তি ক্ষমতা দেবে।
ফ্লোরিডার নতুন আইনটির বিরোধিতা করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। তাদের দাবি, এটি বাবা-মায়ের বিবেচনাকে সীমিত করবে এবং ডেটা গোপনীয়তার উদ্বেগ বাড়াবে। কারণ বয়স-যাচাইয়ের জন্য ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য দিতে হবে।
এই বিলটি নিয়ে বিতর্কের সময় মূলত দুটি বিষয় সামনে এসেছিল। একদিকে শিশু-সুরক্ষা, অন্যদিকে বাক স্বাধীনতা।