বাংলা সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাত্রা শুরু করেছে বাংলা টেলিভিশন চ্যানেল ‘এটিভি ইউএসএ’। লং আইল্যান্ডের রয়্যাল পাম পার্টি হলে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে চ্যানেলটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, ফ্যাশন শো এবং নৃত্যের ছন্দে সমৃদ্ধ।
অনুষ্ঠান শুরুর আগে ক্যালিফোর্নিয়ার ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া করা হয়। এরপর বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়, যা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।
উদ্বোধনী আয়োজনে বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা)-এর শিল্পীদের পরিবেশনায় দলীয় নৃত্য, এটিভি ইউএসএ’র পথচলা নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং একাধিক বিনোদনমূলক অনুষ্ঠানের প্রোমো প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে এটিভি ইউএসএ’র প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান এবং চেয়ারপার্সন এশা রহমানের সঙ্গে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা। তিনি বলেন, “এটিভি ইউএসএ ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের প্রিয় চ্যানেলে পরিণত হবে।”
এছাড়া বক্তব্য রাখেন সাপ্তাহিক সাদাকালোর নির্বাহী সম্পাদক কাশেম মোহাম্মদ এবং আশা গ্রুপের জেনারেল ম্যানেজার বোরহানুস সুলতান। স্টেশন হেড শামীম আল আমিন স্বাগত বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নিউ ইয়র্ক স্টেট রিপ্রেজেন্টেটিভ জেনিফার রাজকুমারের পক্ষ থেকে এটিভি ইউএসএ’র প্রেসিডেন্ট ও চেয়ারপার্সনকে সম্মানসূচক অ্যাওয়ার্ড প্রদান এবং প্রোক্লামেশন ঘোষণা। ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান স্টেট রিপ্রেজেন্টেটিভ স্টিভেন রাগা, চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কণ্ঠশিল্পী আসিফ আকবরসহ প্রবাসী ও দেশীয় বিশিষ্টজনরা।
অনুষ্ঠানে এটিভি ইউএসএ’র থিম সং উদ্বোধন করা হয়। ইশতিয়াক আহমেদের কথায় তানভীর তারেকের সুরে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর, কোনাল, কামরুজ্জামান বকুল, শাহ মাহবুবসহ দেশ-বিদেশের একঝাঁক তারকা শিল্পী। গানটি অতিথিদের হৃদয় ছুঁয়ে যায়।
ফ্যাশন শোতে বাংলাদেশ ও আমেরিকার খ্যাতিমান মডেলদের অংশগ্রহণ অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে। ডিজাইনার মাজিদ লোদি এবং মেকআপ আর্টিস্ট নিভেন সাফি তাদের দক্ষতা প্রদর্শন করেন। বিপার শিল্পীরা নৃত্য পরিবেশনায় মাতিয়ে তোলেন পুরো আয়োজন।
অনুষ্ঠানে এটিভি ইউএসএ’র উদ্যোক্তা আকাশ রহমান এবং বিশিষ্ট রিয়েলটর মোহাম্মদ কবীর তাদের নতুন উদ্যোগ ‘কী ম্যাক্স রিয়েলটি’ নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হন।
সবশেষে, বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী সামিনা চৌধুরী একাধিক জনপ্রিয় গান পরিবেশন করেন। তার গান দর্শকদের অনন্দের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয়।
সংবাদ, বিনোদন এবং রাজনৈতিক অনুষ্ঠানসহ নানা তথ্যভিত্তিক আয়োজন নিয়ে এটিভি ইউএসএ প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রাণবন্ত সঞ্চালনা করেন শারমিনা সিরাজ সোনিয়া ও সাদিয়া খন্দকার। চ্যালেঞ্জ মোকাবিলার প্রত্যয়ে এটিভি ইউএসএ ভবিষ্যতের পথচলা শুরু করলো।