যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ১৬ জুন। ইতিমধ্যে নিউইয়র্কসহ বিভিন্ন স্টেটে মুসলিম সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক নিউইয়র্কে কোথায় কখন ঈদের জামাত হবে।
জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে জ্যামাইকার টমাস এডিসন হাইস্কুলের মাঠে। সেখানে একটি ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। এই জামাতে নারীদেরও নামাজ পড়ার ব্যবস্থা রাখা হবে। যদি বৃষ্টি হয়, তাহলে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে জ্যামাইকা মুসলিম সেন্টারে। সে ক্ষেত্রে তিনটি জামাত হবে। জামাতগুলো হবে সকাল ৮টা, ৯টা ও ১০টায়। এখানে পুরুষের পাশাপাশি নারী ও শিশুদের জন্যও নামাজের ব্যবস্থা রয়েছে।
এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮টায়। এস্টোরিয়ার ৩৬ স্ট্রিটে (৩৬ ও ৩৭ অ্যাভিনিউর মাঝে) জামাত হবে। আবহাওয়া খারাপ হলে মসজিদের ভেতরে তিনটি জামাত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ৯টায় হবে। মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে। তৃতীয় জামাতে মহিলারা অংশগ্রহণ করতে পারবেন।
আল আরাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হবে। পরিচালনা পরিষদের সেক্রেটারি খন্দকার তরিকুল ইসলাম জানিয়েছেন, ৮৮-৪৯ ১৭৯ প্লেসে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল সাড়ে ৬টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। তবে বৃষ্টি হলে প্রস্তুতি রয়েছে মসজিদে ঈদের নামাজের ব্যবস্থা করার। সে ক্ষেত্রে চারটি জামাত হতে পারে। বৃষ্টি হলে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৬টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায় এবং চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় নিউইয়র্ক ঈদগাহর উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে পাঁচটি। সকাল ছয়টা থেকে জামাত শুরু হবে। এরপর প্রতি এক ঘণ্টা পরপর ঈদের জামাত হবে। বৃষ্টি হলে কাবাব কিংয়ের দোতলায় ঈদের নামাজ হবে। সেখানে পরপর পাঁচটি জামাতের ব্যবস্থা করা হবে বলে জানান মাওলানা কাজী কাইয়্যূম।
তিনি বলেন, সকাল ১০টা পর্যন্ত পাঁচটি জামাত হবে। যারা কোরবানি করবেন, তাদের জন্য প্রথম জামাত করব সকাল ৬টায়। যাতে তারা নামাজ পড়ে দূরে কোথাও কোরবানি দিতে হলে সেখানে যেতে পারেন। বাকি চারটি জামাত এক ঘণ্টা পরপর হবে।
আল কুবা ইসলামিক সেন্টার অব জ্যামাইকার উদ্যোগে সাউথ জ্যামাইকার পিএস ৫০ স্কুলের মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। বৃষ্টি হলে ঈদের জামাত হবে তিনটি। সে ক্ষেত্রে প্রথম জামাত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায়।
দারুস সালাম মসজিদে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। মসজিদের ভেতরে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ১৪৮-১৬-৮৭ রোড, জ্যামাইকায় এই মসজিদের অবস্থান। ঈদের জামাতের জন্য সময় ঠিক করা হয়েছে সকাল সাতটায় প্রথম জামাত, দ্বিতীয় জামাত সকাল আটটায়, তৃতীয় জামাত সকাল নয়টায় এবং চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল দশটায়। প্রথম জামাত ব্যতীত অন্য সব জামাতে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে।
ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ অ্যান্ড মুসলিম সেন্টারের উদ্যোগে পিএস ১২৭ এর মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। একটি জামাতের জন্য সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে আটটায়। বৃষ্টি হলে প্রস্তুতি হিসেবে মসজিদের ভেতরে দুটি ঈদের জামাতের ব্যবস্থা করা হয়েছে। সেই হিসেবে প্রথম জামাত হবে সকাল আটটায় ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়।
জ্যামাইকার আমেরিকান মুসলিম সেন্টারে ঈদের চারটি জামাত হবে। প্রথম জামাত ভোর ৫টা ৪৫ (মসজিদ), দ্বিতীয় জামাত সকাল ৬টা ৪৫ (মসজিদ), তৃতীয় জামাত সকাল ৮টা (রুফুস কিং) ও চতুর্থ জামাত সকাল ১০টায় (রুফুস পার্ক) অনুষ্ঠিত হবে।
জ্যামাইকার মসজিদ মিশনে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৬টা ৩০ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৭টা ৩০ মিনিটে ও তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
ওজনপার্কে আল ফুরকান মসজিদে খোলা আকাশের নিচে মসজিদের সামনে ৭৬ অ্যান্ড গ্লেনমোর অ্যাভিনিউতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল আটটায় একটি, আরেকটি হবে সকাল নয়টায়।
ওজনপার্কের বড় জামাত অনুষ্ঠিত হবে আল আমান মসজিদে। এ ছাড়া ওজনপার্কের ফুলতলী জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
ব্রুকলিনে বায়তুল জান্না জামে মসজিদ অ্যান্ড মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে ব্রুকলিনের ৫৬৯ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউতে খোলা রাস্তায় ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। প্রথম জামাত হবে সকাল ছয়টায়। আরেকটি জামাত হবে পরে। বৃষ্টি না হলে সেখানে ঈদের জামাত হবে দুটি। একটি হবে মসজিদের ভেতরে।
বায়তুল ইসলাম মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টারের উদ্যোগে ব্রঙ্কসে ঈদের জামাত শুরু হবে সকাল সাড়ে আটটায়। ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে খোলা আকাশের নিচে ঈদের বিশাল জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে ঈদের জামাত অনুষ্ঠিত হবে তিনটি। বৃষ্টি না হলে একটি বড় জামাত অনুষ্ঠিত হতে পারে।
রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টার ইনকের উদ্যোগে জ্যামাইকায় সকল মুসলমানকে নামাজ আদায় করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। ইনকের মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায় আর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়।
ক্যাসেলহিল আইডিয়াল ইসলামিক সেন্টারের উদ্যোগে ব্রঙ্কসের ২১০০-২১৪৬ টার্নবুল অ্যাভিনিউতে (প্লে গ্রাউন্ড) সকাল আটটায় একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া জ্যাকসন হাইটসে আল নূর ইসলামিক সেন্টার, আল নূর ইসলমিক সেন্টার শরিয়া বোর্ড নিউইয়র্ক, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার, পার্কচেস্টার জামে মসজিদ, বাংলা বাজার জামে মসজিদ, বাংলাদেশ মুসলিম সেন্টার, মোহাম্মদী সেন্টার, দারুল উলমের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।