চলতি বছরের ১ জুন থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপ থেকেই নতুন আইন ‘স্টপ ক্লক’ কার্যকর করতে যাচ্ছে আইসিসি।
মূলত, ওভার রেটের ঝামেলা এড়ানো ও সময় বাঁচাতে এই আইন করা হচ্ছে। গত সপ্তাহে আরব আমিরাতের দুবাইয়ে আইসিসির সভায় চূড়ান্ত হয় বিষয়টি।
নতুন এই আইন কার্যকর হলে দুই ওভারের মাঝখানে ১ মিনিটের বেশি সময় বিরতি নিতে পারবে না ফিল্ডিংয়ে থাকা দল। অর্থাৎ এক ওভার শেষ হলে পরের ওভার শুরু করতে সর্বোচ্চ ১ মিনিট সময় পাবে তারা।
যদি ফিল্ডিং দল ১ মিনিটের মধ্যে পরের ওভার শুরু করতে না পারে, তাহলে মাঠে দায়িত্বরত আম্পায়াররা তাদের একবারের জন্য সতর্ক করবেন। একই কাজ দ্বিতীয়বার করলে আবারও সতর্কবার্তা দেবেন আম্পায়ার। তৃতীয়বারের মাথায় একই অপরাধ করলে জরিমানা করা হবে। আর তা হলো ব্যাটিং দলের স্কোরবোর্ডে ৫ রান যোগ করে দেওয়া হবে।
এছাড়া পিচ পরিবর্তন ও আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়াতেও পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি। পিচের মূল্যায়নের ক্ষেত্রে কোনো ভেন্যু যদি ৫ বছরের মধ্যে ৬টি ডেমেরিট পয়েন্ট পায়, তাহলে তাদের আন্তর্জাতিক মর্যাদা কেড়ে নেওয়া হবে। আগের নিয়ম অনুযায়ী সেটি ছিল ৫টি ডিমেরিট পয়েন্ট।