শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশ কর্তৃপক্ষের বেআইনি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
এক বিবৃতিতে ইইউর পররাষ্ট্র বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ জোসেপ বোরেল ফন্টেলেস এ উদ্বেগ প্রকাশ করেন। মঙ্গলবার ব্রাসেলস থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
জোসেপ বোরেল বিবৃতিতে বলেন, লাউসে অনুষ্ঠিত আশিয়ান আঞ্চিলক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকে ২৭ জুলাই বাংলাদেশের প্রতিনিধি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কাছে বাংলাদেশ কর্তৃপক্ষের সাম্প্রতিক ‘শ্যুট অ্যাট সাইট’ বা ‘দেখা মাত্র গুলি’র নির্দেশ এবং দায়ীদের বেআইনি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছি। সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা, সহিংসতা, নির্যাতন, গণ গ্রেপ্তার এবং সম্পদের ক্ষয়ক্ষতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করছি।
এ সকল ঘটনাকে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। সেই সঙ্গে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনকারী, সাংবাদিক ও শিশুসহ অন্যান্যদের ওপর অতিরিক্ত ও প্রানঘাতী বল প্রয়োগের অসংখ্য ঘটনার পূর্ণ জবাবদিহি নিশ্চিত করতে হবে। এছাড়া হাজারো গ্রেপ্তার মানুষদের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণের কথা জানিয়েছেন জোসেপ বোরেল।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও ইইউর সম্পর্কের মৌলিক ভিত্তি মাথায় রেখে এ সংকটে বাংলাদেশ কর্তৃপক্ষের কার্যক্রমকে গভীরভাবে পর্যবেক্ষণ করবে ইইউ। আশা করি, সকল ধরনের মানবাধিকারকে সম্পূর্ণভাবে সন্মান করবে বাংলাদেশ।