ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের সিদ্ধান্তে ঢাকায় বিক্ষোভ করছেন চালকরা। তাদের আন্দোলনে ঢাকার মিরপুর উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে কালশীতে ট্রাফিক বক্সে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।
রোববার (১৯ মে) বিকেলের দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশের বক্সে আগুন দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান। তিনি বলেন, কালশীতে আন্দোলনকারীরা সহিংসতা করছে। তারা কালশী মোড়ে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে। পুলিশ বক্সটি ট্রাফিক পুলিশের একটি বক্স। আমরা ঘটনাস্থলে আছি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।
এর আগে কালশীতে সড়ক অবরোধ করে অটোরিকশাচালকরা রাস্তা অবরোধ করেন। এতে সড়কের দুই দিকে যানচলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে হাইকোর্টের আদেশের পর মিরপুর এলাকা থেকে অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিবাদে অটোরিকশা চালকরা মিরপুর-১০ গোলচত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন এবং সড়কে যানচলাচল বন্ধ করে দেন।