হেলিকপ্টার বিধ্বস্তের পর কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানের খোঁজ পাওয়া যায়নি।
এ অবস্থায় ইরানের প্রেসিডেন্টের দুর্ঘটনাকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান আইন প্রণেতা রিক স্কট।
সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, তাকে কেউ ভালোবাসা বা সম্মান করেনি। কেউ তাকে মিস করবে না। যদি তিনি চলে যান, আমি সত্যিই আশা করি, ইরানি জনগণ তাদের দেশকে খুনি স্বৈরশাসকদের হাত থেকে মুক্ত করার সুযোগ পাবে। খবর আল জাজিরা