বাংলাদেশের প্রায় দেড় লাখ ভিডিও সরিয়ে ফেলেছে ইউটিউব। নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় এই সিদ্ধান্ত কার্যকর করে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইটটি। ভিডিও সরানোর তালিকায় বিশ্বে শীর্ষ দশে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অবস্থান অষ্টম।
গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়ে এসব ভিডিও সরিয়ে ফেলে ইউটিউব। এ নিয়ে ২০২৩ সালে এক বছরে বাংলাদেশের ৬ লাখ ৩৮ হাজার ভিডিও অপসারণ করলো তারা।
অনলাইন ভেরিফিকেশন ও মিডিয়া গবেষণা প্ল্যাটফর্ম ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়, পাশাপাশি বিভিন্ন বিষয়ে ব্যবহারকারীদের মতামতও মুছে ফেলেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। উগ্রপন্থা, নগ্নতা এবং স্প্যাম ভিডিও প্রচার এবং শিশুবান্ধব না হওয়ার কারণে এসব ভিডিও ও মতামত মুছে ফেলা হয়।
শুধু বাংলাদেশেই নয়, এই তিন মাসে বিশ্বের প্রায় ৯০ লাখের বেশি ভিডিও মুছে ফেলা হয়েছে। এছাড়া এ সময়ে ইউটিউব থেকে ২০ কোটিরও বেশি ইউটিউব চ্যানেলও মুছে ফেলা হয়।
গুগল ট্রান্সপারেন্সি প্রতিবেদন অনুসারে, ইউটিউবের ভিডিও সরানোর তালিকার শীর্ষে রয়েছে ভারত। ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দেশটির প্রায় ২২ লাখের বেশি ভিডিও অপসারণ করেছে ইউটিউব। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর ও তৃতীয় আমেরিকা।