হাতে গুনে গুনে আর মাত্র বাকি ৪০ দিন। অর্থাৎ আগামী ২ জুন শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু এখনো প্রস্তুত হয়নি নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখেই বানানো হচ্ছে স্টেডিয়ামটি। কিন্ত এর কাজ এখনো চলমান। সবচেয়ে বড় কথা এখানে এখনো কোনো ঘাসও নেই। শুধু ঘাস ছাড়া পিচ দেখা যাচ্ছে।
ছবিতে দেখা গেছে, স্টেডিয়ামের গ্যালারিতে কাজ হচ্ছে। এর ধারণক্ষমতা ৩৪ হাজার।
অথচ ৩ জুন এ মাঠে প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। ১০ জুন সেখানে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগের দিন এ মাঠেই সবচেয়ে উত্তেজনাপূর্ণ ভারত-পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা রয়েছে। মোট আটটি ম্যাচ হবে এ মাঠে। বলা যায়, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গুরুত্বপূর্ণ ভেন্যু হতে যাচ্ছে। এই স্টেডিয়াম ম্যানহাটন থেকে ৩০ মাইল পূর্বে অবস্থিত।
আইসিসি বলছে, ২৯ এপ্রিল মাঠের ঘাস লাগানোর কাজ শুরু হবে। ৬ মে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা। এর দুই সপ্তাহ পরে একটি টেস্ট ইভেন্ট হবে এখানে।
বিশ্বকাপ সামনে রেখে চলতি বছরের জানুয়ারিতে এ স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু হয়। এটিকে বলা হচ্ছে ক্রিকেটের প্রথম ‘মডিউলার’ স্টেডিয়াম। স্টিল ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এ স্থাপনাকে চাইলে এক জায়গা থেকে আরেক জায়গাতেও নিয়ে যাওয়া যাবে।