৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে একের পর এক মামলা হচ্ছে তার বিরুদ্ধে। বেশিরভাগই হত্যা মামলা। সেই মামলা এখন ১০০ তে গিয়ে ঠেকেছে। শেখ হাসিনার বিরুদ্ধে ১৩ আগস্ট ঢাকায় প্রথম হত্যা মামলা হয়। আর শততম মামলাটি হয়েছে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী, সচিব, সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মীসহ বেশ কয়েকজন সাংবাদিককেও আসামি করা হয়েছে।
মামলাগুলোর তথ্য বিশ্লেষণে দেখা যায়, গণহত্যার অভিযোগে আটটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হয়েছে। আর ৯৪টি মামলা হয়েছে দেশের বিভিন্ন থানায়। সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত ১০১টি হত্যা মামলা করার তথ্য পাওয়া গেছে। এছাড়া অপহরণ করে গুমের অভিযোগেও একটি মামলা হয়েছে তার বিরুদ্ধে।
দেশের বিভিন্ন থানায় করা হত্যা মামলাগুলোর মধ্যে ১৩ আগস্ট একটি, ১৪ আগস্ট একটি, ১৫ আগস্ট তিনটি, ১৬ আগস্ট দুটি, ১৭ আগস্ট তিনটি, ১৮ আগস্ট আটটি, ১৯ আগস্ট চারটি, ২০ আগস্ট ১০টি, ২১ আগস্ট ১০টি, ২২ আগস্ট ১০টি, ২৩ আগস্ট ১৪টি, ২৫ আগস্ট বিডিআর বিদ্রোহের ঘটনায় দুটি ছাড়াও ১০টি, ২৬ আগস্ট একটি, ২৭ আগস্ট চারটি, ২৮ আগস্ট চারটি এবং গতকাল ২৯ আগস্ট ছয়টি মামলা করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার। এরপর বেরিয়ে আসতে থাকে হত্যাকাণ্ডের ঘটনা। বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। এখন পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষ হাসিনা সরকারের হাতে নিহত হয়েছে বলে জানা গেছে।