এই বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে সাকিবের পারফরম্যান্স ছিল হতাশাজনক। এ জন্য সমালোচনাও শুনতে হয়েছে তাকে। অনেকে তাকে অবসর নেওয়ার কথা বলেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর তো বীরেন্দর শেবাগ সাকিবকে অবসর নিয়ে নেওয়ার বিকল্প পথও বাতলে দিয়েছিলেন।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানও বলেছিলেন সাকিবকে এক ম্যাচের জন্য বিশ্রাম দিতে।
তবে এসব সমালোচনার জবাব যেন বৃহস্পতিবার এক ম্যাচেই দিলেন সাকিব। ৪৬ বলে হার না মানা ৬৪ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার।
সাকিবের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে বাংলাদেশ একটি চ্যালেঞ্জিং পুঁজিও পেয়ে যায়। শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ রানের জয় পায় বাংলাদেশ।
এই জয়ের পর সাকিব শুধু বলেন, আমি কাউকে উত্তর দেওয়ার জন্য ক্রিকেট খেলি না। আমার মনে হয়, ক্রিকেট খেলায় ব্যাটসম্যানদের কাজ ব্যাটিং করা, রান করা। বোলারদের কাজ উইকেট নেওয়া। ফিল্ডারদের কাজ ভালো ফিল্ডিং করা, ক্যাচ নেওয়া।